কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করি। এই কাজ করতে গিয়ে আমাকে মানুষ ও অনেক প্রাণির ছবি ডিজাইন করতে হয়। এমন কাজ করা কি আমার জন্য বৈধ হবে?

উত্তর : ইসলামী শরীআতে প্রাণির ছবি অঙ্কন করা হারাম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যারা ছবি তৈরি করেছে কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, যা তোমরা তৈরি করেছ তাতে জীবন দান করো’ (ছহীহুল বুখারী, হা/৫১৮১; ছহীহ মুসলিম, হা/২১০৮)। সুতরাং প্রাণির ছবি অঙ্কনের কোনো কাজ করা যাবে না। নির্বোধ লোক ছাড়া সামান্য অর্থের জন্য পরকালে কেউ ক্ষতিগ্রস্ত হতে চাইবে না। তাই এসব কাজ বর্জন করতে হবে। তবে প্রাণির ছবি বাদে অন্যান্য জড়বস্তুর ছবি নিয়ে আঁকাতে শরীআতে কোনো বাধা নেই (ছহীহুল বুখারী, হা/২২২৫)।

প্রশ্নকারী : নাজমুল হোসেন

পাবনা।


Magazine