কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন ছাহাবীকে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বা কোন কারণে ‘আশারায়ে মুবাশশারা’ হিসাবে জান্নাতের সুসংবাদ বা সার্টিফিকেট দিয়েছেন?

উত্তর : নির্দিষ্ট কোনো একটি আমলের কারণে নয়, বরং তাদের ব্যাপক আমলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তবে অন্যান্য কিছু ছাহাবী তাদের ব্যাপক নেক আমল ছাড়াও নির্দিষ্ট কোনো আমলের কারণে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছেন। যেমন বেলাল রাযিয়াল্লাহু আনহু ওযূর পর দু’রাক‘আত ‘তাহিয়্যাতুল ওযূ’-র ছালাত আদায় করার জন্য জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছেন (ছহীহ বুখারী, হা/১১৪৯; ছহীহ মুসলিম, হা/২৪৫৮; ইরওয়াউল গালীল, হা/৪৬৪; ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/২২৬; মিশকাত হা/১৩২২)।

প্রশ্নকারী :  আব্দুস সাকী আহমাদ

দারুশা, রাজশাহী।



Magazine