উত্তর : নির্দিষ্ট কোনো একটি আমলের কারণে নয়, বরং তাদের ব্যাপক আমলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তবে অন্যান্য কিছু ছাহাবী তাদের ব্যাপক নেক আমল ছাড়াও নির্দিষ্ট কোনো আমলের কারণে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছেন। যেমন বেলাল রাযিয়াল্লাহু আনহু ওযূর পর দু’রাক‘আত ‘তাহিয়্যাতুল ওযূ’-র ছালাত আদায় করার জন্য জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছেন (ছহীহ বুখারী, হা/১১৪৯; ছহীহ মুসলিম, হা/২৪৫৮; ইরওয়াউল গালীল, হা/৪৬৪; ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/২২৬; মিশকাত হা/১৩২২)।
প্রশ্নকারী : আব্দুস সাকী আহমাদ
দারুশা, রাজশাহী।