কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : ইজতিহাদ আর বিদ’আতের মধ্যে পার্থক্য কি?

উত্তর : ইসলামী শরীয়তে বিদ’আত হলো প্রত্যাখ্যাত বিষয় আর ইজতিহাদ হলো সম্পূর্ণ শরীয়ত স্বীকৃত বৈধ বিষয়। বিদ’আত হলো- দ্বীনের মধ্যে এমন নতুন কিছু উদ্ভাবন করা যা শরীয়া সমর্থিত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমাদের এ দ্বীনের মধ্যে এমন নতুন কিছু উদ্ভাবন করবে যা দ্বীনের অন্তর্ভূক্ত নয় তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; মিশকাত, হা/১৪০)। আর দলীলসহকারে শরীয়তের সঠিক বিধানে পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা করার নাম ইজতিহাদ। আমর ইবনুল আছ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, ‘যদি কোনো কোনো আলেম বা বিজ্ঞ বিচারক ফায়ছালা করে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করে অতঃপর সঠিকতায় পৌঁছে, তাহলে সে দ্বিগুণ নেকি পাবে। আর যদি সে ফায়সালা করে সঠিক বিধানে পৌঁছার চেষ্টা করে অতঃপর ভুল করে বসে, তাহলে সে একটি নেকি পাবে’ (ছহীহ বুখারী, হা/৭৩৫২; ছহীহ মুসলিম, হা/১৭১৬)।

প্রশ্নকারী : ফাহিম মাহমুদ

গাইবান্ধা।


Magazine