কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : ইসলামী আইন অমুসলিমদের জন্যও কি কার্যকর হবে?

উত্তর: ইসলামী রাষ্ট্রে বসবাসরত সকল নাগরীকের উপর ইসলামী আইন প্রয়োগ করতে হবে, অন্য কোনো পন্থা অবলম্বন বা আইন প্রযোগ করা যাবে না। চাই সে মুসলিম হোক বা অমুসলিম হোক। কেননা, ইসলামী আইন সকল মানুষের জন্য প্রযোজ্য। মহান আল্লাহ বলেন, (হে মুহাম্মাদ!) আমরা আপনার নিকট সত্য দ্বীনসহকারে পূর্বের কিতাবের সত্যায়নকারী ও হেফাযতকারীরূপে এ কিতাব নাযিল করেছি। অতএব আপনি আমরা যে সব বিধি-বিধান নাযিল করেছি তার ভিত্তিতে তাদের মাঝে বিচার-ফয়সালা করুন। আপনার নিকট যে বিধি-বিধান এসেছে তা থেকে সরে গিয়ে তাদের খেয়াল-খুশির অনুসরণ করবেন না’ (আল-মায়েদা, ৫/৪৮)। তবে তাদের উপর দ্বীন ইসলাম চাপিয়ে দেওয়া যাবে না। মহান আল্লাহ বলেন, ‘দ্বীন পালনে কাউকে বাধ্য করা যাবে না’ (আল-বাক্বারা, ২/২৫৬)। অর্থাৎ ইসলাম যে সকল বিধান তাদের উপর কার্যকর করার নির্দেশ দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। সকল আইন নয়। যেমন তাদের উপর যাকাত নেয় তার বদলে জিযইয়া বাস্তবায়ন করতে হবে। তাদের উপর যমীনে উশর নেয় তার বদলে ট্যাক্স দিতে হবে। তাদেরকে ছালাত, ছিয়াম, হজ্জ অনাদায়ে শাস্তি দেওয়া যাবে না ইত্যাদি।

প্রশ্নকারী : তাসলিমা

উত্তরা, ঢাকা।


Magazine