উত্তর : যদি কোনো সূদী প্রতিষ্ঠান ক্যাশব্যাক দেয়, তাহলে তা নেওয়া জায়েয হবে না। যেমন ধরুন, বিকাশ থেকে রবিতে ১১৫ টাকা রিচার্জ করলে ১১ টাকা বিকাশ একাউন্টে ক্যাশব্যাক। এমনটি গ্রহণ করা জায়েয হবে না। কেননা বিষয়টি অস্পষ্ট। আর এ প্রসঙ্গে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সন্দেহযুক্ত বিষয় বর্জন করো এবং স্পষ্ট বিষয় গ্রহণ করো’ (নাসাঈ, হা/৫৭১১; মিশকাত, হা/২৭২৩)। তবে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান তার থেকে পণ্য ক্রয় করার কারণে যদি ক্যাশব্যাক দেয়, তাহলে সেটা নেওয়া জায়েয আছে। কেননা ব্যবসার ক্ষেত্রে বিক্রেতা ইচ্ছা করে পণ্যের মূল্য কমিয়ে বিক্রি করলে উদারতা হবে অথবা ক্রেতা কিছু মূল্য বেশি দিয়ে ক্রয় করলে উদারতা হয়। জাবের ইবনু আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ এমন ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন যে নম্রতার সাথে ক্রয়-বিক্রয় করে ও পাওনা ফিরিয়ে চায়’ (ছহীহ বুখারী, হা/২০৭৬)।
প্রশ্নকারী : মো. জিল্লুর রহমান
মিরপুর-১২, ঢাকা।