উত্তর : হিন্দুধর্মসহ যেকোনো ধর্মের মানুষের সাথে হালাল ও বৈধ জিনিসপত্র ক্রয়-বিক্রয় করাতে শারয়ী কোনো নিষেধাজ্ঞা নেই। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِىٍّ إِلَى أَجَلٍ ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ ‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইয়াহুদী থেকে বাকীতে খাদ্য ক্রয় করেন এবং নিজের লৌহবর্ম তার কাছে বন্ধক রাখেন’ (ছহীহ বুখারী, হা/২০৬৮; মিশকাত, হা/২৮৮৪)।
প্রশ্নকারী : মুসলিম আহমেদ ইমন
লাউহাটী, দেলদুয়ার, টাংগাইল।