কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : আমি পুজায় যাই না; তবে প্রতিবেশী হিন্দুরা তাদের পুজা উপলক্ষে তৈরিকৃত নাড়ু বা মিষ্টান্ন বাসায় দিয়ে যায়। এসব খাদ্যবস্তু কি হালাল?

উত্তর: হিন্দুদের পুজা উপলক্ষ্যে যে সকল খাবার তৈরি করা হয় তা খাওয়া যাবে না। কেননা এর মাধ্যমে শিরকের কাজে সহযোগিতা করা হয়। মহান আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাক্বওয়ার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা কর। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরকে সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর’ (আল-মায়েদা, ৫/২)। তবে হিন্দুদের অন্যান্য হাদিয়া গ্রহণ করা যায়। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছা.-কে ছাগলের গোস্ত হাদিয়া দেওয়া হয়ে ছিল যার মধ্যে বিষ মেশানো ছিল। বিশিষ্ট ছাহাবী আবূ হুমায়েদ রযিয়াল্লাহু আনহু বলেন, আয়লার শাসক রাসূল ছা.-কে একটি সাদা খচ্চর হাদিয়া দিলেন আর আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদর দান করলেন এবং এলাকা তারই জন্য লিখে দিলেন (ছহীহ বুখারী, অধ্যায়-২৭)। এছাড়াও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুশরিকা নারীর চামড়ার তৈরি পাত্রে পানি নিয়ে ওযূ করেছিলেন (ছহীহ বুখারী, হা/৩৪৪; ছহীহ মুসলিম, হা/১৫৯৫)।

প্রশ্নকারী : আরমান আবীর

চিরিরবন্দর, দিনাজপুর।

 

Magazine