কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): কোনো নিঃসন্তান মহিলার সম্পদের ওয়ারিছ হবেন কারা?

উত্তর: স্ত্রী সন্তান রেখে মারা গেলে স্বামী স্ত্রীর সম্পত্তির এক-চতুর্থাংশ পাবে। আর নিঃসন্তান হয়ে মারা গেলে স্বামী তার রেখে যাওয়া সম্পত্তির অর্ধাংশ পাবে (আন-নিসা, ৪/১২)। এছাড়াও তার মা-বাবা এবং ভাইবোনের সম্পদের অংশ হারে অংশীদার হবে।
প্রশ্নকার : রবিউল ইসলাম
কালিয়াকৈর, গাজীপুর।

Magazine