কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): বিভিন্ন সময় দেখা যায়, জনসাধারণের রাস্তায় মঞ্চ বানিয়ে অনেকে সভা-সমাবেশ করে, এগুলো কি বৈধ? এমন সভায় যোগ দেওয়া কি বৈধ হবে?

উত্তর: রাস্তাকে একদম আটকে পথচারী ও গাড়ি চলাচলে বিঘ্ন ঘটিয়ে মানুষকে কষ্ট দিয়ে এরকম সভা-সমাবেশ আয়োজন করা বৈধ নয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমরা রাস্তার উপর বসা ছেড়ে দাও’। লোকজন বলল, এ ছাড়া আমাদের কোনো উপায় নেই। কেননা এটাই আমাদের বসার জায়গা এবং এখানেই আমরা কথাবার্তা বলে থাকি। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যদি তোমাদের সেখানে বসতেই হয়, তবে রাস্তার হক্ব আদায় করবে’। তারা বলল, রাস্তার হক্ব কী? তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘দৃষ্টি অবনমিত রাখা, কষ্ট দেওয়া হতে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎকাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে নিষেধ করা’ (ছহীহ বুখারী, হা/২৪৬৫)। তবে খোলা মাঠ না পাওয়া গেলে নিতান্তই জরুরী কারণে যদি করতে হয়, তাহলে নিম্নোক্ত বিষয়গুলো বজায় রেখে সাময়িকভাবে করতে পারে। তা হলো, পথিককে পথ দেখিয়ে দেওয়া, দৃষ্টি অবনমিত রাখা, কষ্ট দেওয়া হতে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎকাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে নিষেধ করা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘পথ দেখিয়ে দেওয়া ছাদাকা (ছহীহ বুখারী, হা/২৮৯১)। আর যদি সমাবেশ বৈধ কারণে, বৈধ পদ্ধতিতে করা হয়, সেক্ষেত্রে এমন সমাবেশে যোগদান করা বৈধ হবে, নয়তো বৈধ হবে না।

প্রশ্নকারী : শৈকত

ঢাকা।


Magazine