কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): আমার দাদা যখন মারা যায়, তখন আমার দাদির একটা ছেলে ছিল। তারপর আমার দাদি অন্যত্র বিবাহ করে, সেখানে তার দুইটি ছেলে হয়। এখন আমার দাদির মৃত্যুর পরে সম্পদ কয়ভাবে ভাগ করতে হবে? কারণ পরের দুই সন্তান মনে করছে যে, আগের ছেলে কোনো সম্পদ পাবে না। দয়া করে বিষয়টি বুঝিয়ে বলবেন।

উত্তর: মীরাছের ক্ষেত্রে সর্বদাই মৃতের দিকে সম্পৃক্ত করে ওয়ারিছদের অংশ নির্ধারিত হয়। এখানে যেহেতু তিন সন্তানই সেই মহিলার নিজের সন্তান, তাই এই তিন সন্তানই মহিলার সম্পদের ওয়ারিছ হবে (আন-নিসা, ৪/১১)। সুতরাং এমতাবস্থায় আছাবা হিসেবে তিন সন্তানের মাঝেই সমান ভাগে সম্পদ ভাগ করে দিতে হবে।

প্রশ্নকারী : মো. হাফিজ উদ্দিন

ঠাকুরগাঁও।



Magazine