উত্তর: মীরাছের ক্ষেত্রে সর্বদাই মৃতের দিকে সম্পৃক্ত করে ওয়ারিছদের অংশ নির্ধারিত হয়। এখানে যেহেতু তিন সন্তানই সেই মহিলার নিজের সন্তান, তাই এই তিন সন্তানই মহিলার সম্পদের ওয়ারিছ হবে (আন-নিসা, ৪/১১)। সুতরাং এমতাবস্থায় আছাবা হিসেবে তিন সন্তানের মাঝেই সমান ভাগে সম্পদ ভাগ করে দিতে হবে।
প্রশ্নকারী : মো. হাফিজ উদ্দিন
ঠাকুরগাঁও।