কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): কোনো হিন্দুর সাথে পার্টনারে পাঞ্জাবির ব্যবসা করা যাবে কি?

উত্তর: হিন্দুর সাথে পার্টনারে পাঞ্জাবির ব্যবসা করাতে কোনো বাধা নেই, যদি এই লেনদেনের মাধ্যমে তাকে বন্ধুরূপে গ্রহণ করা না হয়। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের জমি এ শর্তে ইয়াহূদীদের দিয়েছিলেন যে, তারা নিজেদের শ্রমে তাতে চাষাবাদ করবে, তার বিনিময়ে উৎপন্ন ফসলের অর্ধেক তাদের হবে (ছহীহ বুখারী, হা/২৪৯৯; ছহীহ মুসলিম, হা/১৫৫১)। উক্ত হাদীছ থেকে প্রমাণিত হয় যে, হিন্দুদের সাথে পাঞ্জাবির ব্যবসা করা যাবে, যদি এই ব্যবসার মাধ্যমে তাকে বন্ধুরূপে গ্রহণ করা না হয়।

প্রশ্নকারী : জিসান আহমেদ

কুষ্টিয়া।


Magazine