কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : আমি একটি গ্রুপ অব কোম্পানিতে চাকরি করি। এমন কোম্পানিগুলো সাধারণত ব্যাংক থেকে ঋণ নিয়ে হালাল-হারাম সব ধরনের ব্যবসা করে। আমি উক্ত কোম্পানির ফরেন পারচেজ করি এবং সকল আইটি সাপোর্ট দিয়ে থাকি। আমার এই চাকরি সম্পূর্ণ হালাল হচ্ছে কি-না বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর : কোম্পানির অর্থ-সম্পত্তি যদি পরিপূর্ণ সূদী লোন হয় তাহলে সেখানে যেকোনো পদে চাকরি করা হারাম। আর কোম্পানির অর্থ-সম্পত্তির কিছু অংশ সূদ থেকে আসে এবং বড় একটা অংশ হালাল উৎস থেকে আসে, সেক্ষেত্রে উক্ত কোম্পানির মৌলিক কাজ যদি হারাম না হয় এবং আপনি যে দায়িত্বে আছেন তা হারাম সংশ্লিষ্ট কিছু না হয়, তাহলে চাকরি করা যেতে পারে। তবে চেষ্টা করতে হবে যেকোনো ভাবে হারামের সাথে সম্পৃক্ত কোম্পানির কোনো পদে চাকরী না করা। কেননা এর মাধ্যমে হারাম কাজে সহযোগিতা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও পরহেযগারিতায় একে অন্যের সাহায্য করো এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সাহায্য করোও না, আর আল্লাহকে ভয় করো’ (আল-মায়েদা, ৫/২)। সুতরাং হারামের সাথে সম্পৃক্ত কোনো কোম্পানিতে চাকরি করলে অনতিবিলম্বে তা ছেড়ে দিয়ে হালাল মাধ্যমে রূযী অন্বেষণ করা উচিত।

প্রশ্নকারী : শাহিন আলম

বগুড়া।


Magazine