কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : আমার এক ছোট ভাই খ্রিষ্টানদের পরিচালিত এক কলেজে অধ্যয়ন করছে। কলেজের নিয়ম অনুযায়ী সকলকে তাদের ধর্মের ক্রুশযুক্ত নির্ধারিত পোশাক পরিধান করে কলেজে যেতে হয়। এমতাবস্থায় এ পোশাক পরিধান করা ইসলামী শরীআত সম্মত কি-না এবং আমার করণীয় কী অনুগ্রহ পূর্বক জানাবেন ।

উত্তর : ক্রুশ প্রতীক খ্রিষ্টানদের ধর্মীয় নিদর্শন। এটি ব্যবহার করা মুসলিমদের জন্য জায়েয নয়। আল্লাহ বলেন, ‘যখন তোমরা লোকদের থেকে কুরআনের আয়াত সমূহে অবিশ্বাস ও বিদ্রূপ শুনবে, তখন তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়। নইলে তোমরাও তাদের সদৃশ গণ্য হবে। আল্লাহ মুনাফিক ও কাফেরদের জাহান্নামে একত্রিত করবেন (আন-নিসা, ৪/১৪০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত’ (আবূ দাঊদ, হা/৪০৩১; মিশকাত, হা/৪৩৪৭)। অতএব একজন মুসলিম হিসাবে এমন প্রতিষ্ঠান পরিহার করা কর্তব্য।

প্রশ্নকারী : নূর হাসান

ময়মনসিংহ।


Magazine