উত্তর: যে সকল পাখির গোশত খাওয়া হালাল, সে সকল পাখির প্রস্রাব-পায়খানা কাপড়ে লেগে গেলে তা পরিধান করে ছালাত আদায় করা যাবে। তবে তা মুছে ফেলা কিংবা ধুয়ে ফেলাই উচিত আর যে সকল পাখির গোশত খাওয়া হারাম সে সকল পাখির প্রস্রাব-পায়খানাও নাপাক। এ সকল প্রাণীর বিষ্ঠা কাপড়ে লেগে থাকলে ছালাত আদায় করা যাবে না, বরং অবশ্যই তা ধুয়ে ফেলতে হবে (মুগনী লি ইবনে কুদামা, ২/৬৫; মাজমূউল ফাতওয়া লি ইবনে তায়মিয়াহ, ২১/৫৪২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে মদীনার আবহাওয়া তাদের অনুকূলে না হওয়ায় উটের দুধ ও পেশাব পানের পরামর্শ দিয়েছিলেন। তারা তা পান করে সুস্থ হয়ে উঠে (ছহীহ বুখারী, হা/৬৮০২)। যদি তা অপবিত্র হতো, তাহলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পানের আদেশ করতেন না।
প্রশ্নকার : আহমাদ সজীব
লালমনিরহাট।