কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১): ছবিযুক্ত মেয়েদের বিভিন্ন রকম শার্ট, টি-শার্ট, প্যান্ট, স্কার্ট, সোয়েটার পরিধান করা যাবে কি?

উত্তর: কোনো মানুষ বা প্রাণীর ছবিযুক্ত পোশাক পরিধান করা করা হারাম। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একটি গদি কিনে এনেছিলাম, যার মধ্যে ছবি ছিল। যখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছবিটি দেখলেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন; ভিতরে প্রবেশ করলেন না (ছহীহ বুখারী, হা/৫১৮১)। অন্য এক বর্ণনায় আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন, তখন আমি আমার একটি তাক পর্দা দিয়ে আবৃত করে রেখেছিলাম, যাতে ছবি ছিল। তিনি তা দেখতে পেয়ে ছিঁড়ে ফেললেন। আর তার চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হে আয়েশা! কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ঐ সকল লোক কঠিন আযাব ভোগ করবে, যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ সৃষ্টি করে’। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, আমরা তখন সেটি কেটে ফেললাম এবং তা দিয়ে একটি বা দুটি বালিশ বানালাম (ছহীহ মুসলিম, হা/২১০৭)। সুতরাং প্রাণীর ছবিযুক্ত কোনো পোশাক পরিধান করা বৈধ নয়।

প্রশ্নকারী : আয়েশা

টিকাপাড়া, ঠাঁকুরগাও।


Magazine