কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): দান করার জন্য নতুন টাকা কিছু মূল্য বেশি দিয়ে ক্রয় করার বিধান কী?

উত্তর: উদ্দেশ্য যাই হোক না কেন টাকার পরিবর্তে টাকা কম-বেশি মূল্য দিয়ে ক্রয়-বিক্রয় করা যাবে না। একই মুদ্রায় কমবেশি করতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তা স্পষ্ট সূদের অন্তর্ভুক্ত। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দীনারের (স্বর্ণমুদ্রা) বিনিময়ে দীনার, উভয়ের মধ্যে কোনোটি বেশি হতে পারবে না এবং দিরহামের বিনিময়ে দিরহাম উভয়ের মধ্যে কোনোটি বেশি হতে পারবে না’ (ছহীহ মুসলিম, হা/৩৯৬১)। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দীনারের বিনিময়ে দীনার ও দিরহামের বিনিময়ে দিরহাম সমান সমান হওয়া চাই। যে বেশি দিবে বা বেশি নিবে সে সূদের কারবার করল (ছহীহ মুসলিম, হা/৩৯৮০)।

প্রশ্নকারী : ফাইয়াজ আহমেদ

বড় বেরাইদ, বাড্ডা, ঢাকা।


Magazine