কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : আমরা জানি যে, এশার ছালাত আদায়ের পরপরই ঘুমানোর কথা হাদীছে বর্ণিত হয়েছে। তাহলে কি রাত জেগে পড়াশোনা করাও নিষেধ?

উত্তর: এশার ছালাতের পর বিনা প্রয়োজনে বা অকল্যাণকর কাজে জেগে থাকা ঠিক নয়। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমানো এবং এশার পরে কথা বলা অপছন্দ করতেন (ছহীহ বুখারী, হা/৫৬৮; ছহীহ মুসলিম, হা/৬৪)। তবে বিশেষ প্রয়োজনে ও কল্যাণকর কাজে কথা বলা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে ও কল্যাণকর কাজে এশার ছালাতের পর কথা বলেছেন মর্মে একাধিক হাদীছ পাওয়া যায়। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা এক রাতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছালাত আদায় করলাম। (সেদিন) তিনি অর্ধেক রাত পর্যন্ত মসজিদে আসলেন না। তিনি এসে আমাদেরকে বললেন, ‘তোমরা তোমাদের নিজ নিজ জায়গায় বসে থাক’। তাই আমরা বসে রইলাম। এরপর তিনি বললেন, ‘অন্যান্য লোক ছালাত আদায় করে বিছানায় চলে গেছে। আর জেনে রেখ, তোমরা যতক্ষণ ছালাতের অপেক্ষায় ছিলে, ততক্ষণ তোমরা ছালাতেই ছিলে। আমি যদি বৃদ্ধ, দুর্বল ও অসুস্থদের দিকে লক্ষ্য না রাখতাম তাহলে সর্বদা এ ছালাত অর্ধেক রাত পর্যন্ত দেরি করে আদায় করতাম’ (আবূ দাঊদ, হা/৪২২; নাসাঈ, হা/৫৩৮)। সুতরাং রাত জেগে পড়াশোনা করাসহ কল্যাণকর কাজে জেগে থাকাতে কোনো সমস্যা নাই।

প্রশ্নকারী : সোহানুর রহমান

রংপুর।


Magazine