উত্তর: ছেলের বিবাহের জন্য অভিভাবকের সম্মতি শর্ত নয়, বরং ছেলে রাজী থাকলেই বিবাহ বৈধ হয়ে যাবে। তবে পিতা-মাতা বা অভিভাবকের সিদ্ধান্ত স্পষ্ট ভুল প্রমাণিত না হওয়া পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে তাদের কথার অনুসরণ করা উচিত। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তুমি তোমার পিতা-মাতার অবাধ্য হবে না। যদিও তারা তোমাকে তোমার পরিবার ও ধন-সম্পদ ছেড়ে বেরিয়ে যেতে বলেন’ (ইবনু মাজাহ, হা/৪০৩৪; ইরওয়াউল গালীল, হা/২০২৬)। অতএব, উভয় পরিবারের সম্মতিতে বিবাহ হওয়া ভালো। এতে পারিবারিক দ্বন্দ্ব হতে মুক্ত থাকা যায়।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।