কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : ‘হিফয করে তা ভুলে গেলে জাহান্নামে যেতে হবে’-এমন কথা কি ঠিক?

উত্তর : এমন কথার শারঈ কোন ভিত্তি নেই। তবে কুরআন হিফয পর চর্চা না করে ভুলে যাওয়া আদৌ ঠিক নয়। ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারও এরূপ বলা কী জঘন্য কথা! যে বলে, আমি কুরআনের অমুক অমুক আয়াত ভুলে গেছি; বরং সে যেন বলে তাকে ভুলানো হয়েছে। সুতরাং তোমরা পুনঃপুনঃ কুরআন স্মরণ করবে। কেননা এটা মানুষের অন্তর হতে চতুষ্পদ জন্তু অপেক্ষাও অধিক পলায়নপর (ছহীহ বুখারী, হা/৫০৩২; ছহীহ মুসলিম, হা/৭৯০; মিশকাত, হা/২১৮৮)। অপর বর্ণনায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা কুরআনের প্রতি যত্নশীল হও। আল্লাহর কসম, যার হাতে আমার জীবন রয়েছে, নিশ্চয়ই কুরআন রশিতে বাঁধা উট অপেক্ষাও অধিক পলায়নপর’ (ছহীহ বুখারী, হা/৫০৩৩; ছহীহ মুসলিম, হা/৭৯১; মিশকাত, হা/২১৮৭)। তাই হিফয ধরে রাখার চেষ্টা করতে হবে। কেননা ক্বিয়ামতের দিন আল্লাহর নিকট দু’টি জিনিস বান্দার জন্য সুপারিশ করবে আর আল্লাহও তাদের সুপারিশ কবুল করবেন। সে দু’টির একটি হচ্ছে কুরআন (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/১৯৯৪; মিশকাত হা/১৯৬৩)।

প্রশ্নকারী : আসমাঊল হুসনা

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine