কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : আছরের ছালাতে যদি ইমামের সাথে দুই রাকআত পায়, তবে বাকী দুই রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে কি?

উত্তর : না, বাকী দুই রাকআতে অন্য সূরা মিলাতে হবে না। শুধু সূরা ফাতিহা পড়লে হয়ে যাবে। কেননা মাসবুক ইমামের সাথে যেটুকু পায় তা তার ছালাতের প্রথমাংশ হয়। কাতাদা রযিয়াল্লাহু আনহু বলেন, আলী রযিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি ইমামের সাথে ছালাতের যে অংশ পাবে তা তোমার প্রথম ছালাত। সুতরাং ছালাতের যতটুকু ছুটে গেছে তা পূর্ণ করো (দারাকুৎনী, হা/১৫১৫)।

প্রশ্নকারী : মতিউর রহমান

পাবনা।


Magazine