উত্তর : হাদীছটি ছহীহ। আল্লাহর নিকটে শহীদদের জন্য ৬টি বিশেষ পুরস্কার রয়েছে- ১. শহীদের রক্তের প্রথম ফোঁটা যমীনে পড়তেই তাকে মাফ করে দেওয়া হয় এবং জান বের হওয়ার প্রাক্কালে তাকে জান্নাত দেখানো হয়, ২. তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হয়, ৩. কিয়ামত দিবসের ভয়াবহতা হতে তাকে নিরাপত্তা দেওয়া হয়, ৪. সেদিন তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে, যার একটি মুক্তা দুনিয়া ও তার মধ্যকার সবকিছু হতে উত্তম, ৫. তাকে ৭২ জন সুন্দর চক্ষুবিশিষ্ট হূরের সাথে বিয়ে দেওয়া হবে এবং ৬. ৭০ জন নিকটাত্মীয়ের বিষয়ে তার সুপারিশ কবুল করা হবে’ (তিরমিযী, হা/১৬৬৩)।
প্রশ্নকারী : আব্দুর রহমান
জগৎপুর, কুমিল্লা।