কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : ছিয়াম অবস্থায় কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করা কিংবা পেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি?

উত্তর : ছিয়াম অবস্থায় কাঁচা ডাল কিংবা পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে ছিয়াম ভঙ্গ হয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ছহীহ বুখারীতে অধ্যায় রচনা করে বলেন, ‌‌بَابُ سِوَاكِ الرَّطْبِ وَاليَابِسِ لِلصَّائِمِ ‘ছিয়াম পালনকারীর কাঁচা কিংবা শুকনো ডাল দিয়ে মিসওয়াক করা সম্পর্কে’। অতঃপর এর স্বপক্ষে তিনি হাদীছ নিয়ে এসেছেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক ওযূর সময় মিসওয়াক করার আদেশ দিতাম’ (ছহীহ বুখারী, ৩/৩১, ৭২৪০)। এখানে তিনি ছিয়াম পালনকারী ও সাধারণ মানুষের মাঝে কোনো পার্থক্য করেননি। ইবনু সীরীন রাহিমাহুল্লাহ বলেন, ছিয়াম অবস্থায় কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করাতে কোনো সমস্যা নেই। তাকে বলা হলো, এর তো স্বাদ আছে? তিনি উত্তরে বললেন, পানিরও তো স্বাদ আছে। আর পানি দিয়ে তুমি কুলি করে থাক (ছহীহ বুখারী, ‘ছিয়াম পালনকারীর গোসল করা’ অনুচ্ছেদ)।

আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine