কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : কোনো ব্যক্তি মৃত্যুর আগে কি নিজের কাফনের কাপড় কিনে রাখতে পারবে?

উত্তর : মৃত্যুর আগেই কাফন প্রস্তুত করে রাখা জায়েয, কিন্তু তাতে কোনো ফযীলত নেই। সাহল রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটি চাদর নিয়ে আসল। মহিলা বলল, চাদরখানি আমি নিজ হাতে বানিয়েছি এবং তা আপনার পরিধানের জন্য নিয়ে এসেছি। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন এবং তাঁর চাদরের প্রয়োজনও ছিল। অতঃপর তিনি তা লুঙ্গি হিসেবে পরিধান করে আমাদের সামনে আসলেন। তখন জনৈক ব্যক্তি তার সৌন্দর্য বর্ণনা করে বললেন, বাহ! কত সুন্দর! আমাকে এটি পরিধানের জন্য দান করুন। ছাহাবীগণ বললেন, তুমি কাজটি ভালো করনি। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তাঁর প্রয়োজনে পরিধান করেছেন; তবুও তুমি তা চেয়ে বসলে। অথচ তুমি জান যে, তিনি কাউকে বিমুখ করেন না। ঐ ব্যক্তি বলল, আল্লাহর কসম! আমি তা পরিধানের উদ্দেশ্যে চাইনি। আমার চাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো, যেন তা দিয়ে আমার কাফন হয়। সাহল রযিয়াল্লাহু আনহু বললেন, অবশেষে সেটিই তার কাফন হয়েছিল (ছহীহুল বুখারী, হা/১২৭৭)।

প্রশ্নকারী : ওয়াজেদ আলী

পাবনা।


Magazine