উত্তর: দুই সিজদার মাঝে হাদীছে বর্ণিত দুআটি পড়া গুরুত্বপূর্ণ সুন্নাত। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে বলতেন, اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي ‘হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন এবং আমাকে রিযিক দান করুন’ (তিরমিযী, হা/২৮৪; ইবনু মাজাহ, হা/৩৮৪৫)। অন্য বর্ণনায় দুআটি এইভাবে রয়েছে رَبِّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاجْبُرْنِي، وَارْزُقْنِي، وَارْفَعْنِي (ইবনু মাজাহ, হা/৮৯৮)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
রাজশাহী।