কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): কিছু উন্নত জাতের গরু আছে যা বাংলাদেশে পাওয়া যায় না। সেগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে আসে বাংলাদেশে। এখন একজন খামারি উদ্যোক্তা হিসেবে সীমান্ত পথে অবৈধভাবে এনে বিক্রয় করা হচ্ছে এটা জানার পরেও তা ক্রয় করা আমার জন্য বৈধ হবে কি? আমি সেই জাতের গরু দিয়ে খামার করতে ব্যাপক আগ্রহী। কিন্তু বাংলাদেশে তা এভাবেই পাওয়া যায়। এখন আমার করণীয় কী?

উত্তর: সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে দেশে এনে সেগুলো বিক্রি করা হলে তা ক্রয় করা বৈধ হবে না। কেননা তাতে কর ফাঁকি দেওয়া হয় এবং দেশীয় আইনেও তা অপরাধ। সেক্ষেত্রে প্রচলিত বাজারে বৈধ উপায়ে সেই জাতের গরু খোঁজা যেতে পারে কিংবা কৃষি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এর সমাধান খোঁজা যেতে পারে। কিন্তু কোনো অবস্থায় কাউকে ধোঁকা দেওয়া যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১)।

প্রশ্নকারী : সজিব হাসান

 মডার্ন মোড়, সদর, রংপুর।


Magazine