কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): মুশরিক পিতামাতার ও মাহরাম আত্মীয়দের সাথে কি পর্দা করতে হবে?

উত্তর: কোনো মহিলার মাহরাম পুরুষরা মুসলিম হোক বা অমুসলিম হোক তাদের সামনে তাকে পর্দা করতে হবে না। বরং সে তাদের সামনে স্বাভাবিক পোশাকে থাকতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নারীরা, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপনাঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে’ (আন-নূর, ২৪/৩১)। এখানে পিতা বা অন্যান্য মাহরামকে মুসলিম হতে হবে মর্মে কোনো শর্ত করা হয়নি। তাছাড়া আবূ সুফিয়ান অমুসলিম থাকাবস্থায় তার মেয়ে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মু হাবীবা রাযিয়াল্লাহু আনহা-এর ঘরে প্রবেশ করেন। কিন্তু তার থেকে তিনি পর্দা করেছেন মর্মে কোনো প্রমাণ নেই। তাই মাহরাম পুরুষ মুসলিম হোক বা অমুসলিম হোক, তাদের সামনে মহিলাকে পর্দা করতে হবে না।

প্রশ্নকারী : মুহাম্মদ শাহরিয়ার খান

আগারগাঁও, ঢাকা -১২০৭।


Magazine