উত্তর : মসজিদের সামনে দেয়ালে মক্কা মদীনা বা কা‘বার ছবি অথবা মানুষের দৃষ্টি আকর্ষণ করে এমন ডিজিটাল ঘড়ি বা দু‘আ যিকিরের ক্যালেন্ডার ইত্যাদি রাখা যাবে না। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে ছালাত আদায় করলেন। আর ছালাতে সে চাদরের কারুকার্যের প্রতি তাঁর দৃষ্টি পড়ল। ছালাত শেষে তিনি বললেন, ‘এ চাদরখানা আবূ জাহমের নিকট নিয়ে যাও, আর তাঁর কাছ হতে আমবিজানিয়্যাহ (কারুকার্য ছাড়া মোটা চাদর) নিয়ে আস। এটা তো আমাকে ছালাত থেকে অমনোযোগী করে দিচ্ছিল’ (ছহীহ বুখারী, হা/৩৭৩)। প্রথমত, আমাদের করণীয় হবে মসজিদে ছবি টাঙ্গানোর মাধ্যমে চাকচিক্য করা হতে বিরত থাকা। দ্বিতীয়ত, একপাশে আল্লাহ এবং অপর পাশে মুহাম্মাদ এমনভাবে লিখা থেকে বিরত থাকতে হবে। কারণ এর মাধ্যমে শিরক করা হয়। তবে কেউ যদি লিখতেই চাই তাহলে আল্লাহু আকবার লিখতে পারে। কারণ তাতে অর্থের কোনো বিকৃতি ঘটে না। এ ক্ষেত্রে বুঝানোর মাধ্যমে জিনিসগুলো অপসারণ করতে হবে। এতে যদি তারা রাজি না হয় তাহলে আপনার জন্য উত্তম হবে পাশের অন্য মসজিদে ছালাত পড়া। তবে উক্ত মসজিদে ছালাত পড়লে ছালাত হয়ে যাবে। ওয়াল্লাহু আ‘লাম। উল্লেখ্য যে, মানুষের নাম সুন্দর ও অর্থবহ হওয়া বাঞ্ছনীয়। এজন্য প্রশ্নকারীর নাম পরিবর্তন করার পরামর্শ রইল।
প্রশ্নকারী : শুভ
বগুড়া