কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): আমার নাম আব্দুল মুবীন। কেউ যদি শুধু মুবীন বলে ডাকে তাহলে কি শিরক হবে?

উত্তর: আল্লাহর ছিফাতী নামগুলোর মাঝে এমন কিছু নাম রয়েছে যা শুধু তাঁরই সাথে খাছ। যেমন- আল্লাহ, ছামাদ, রহমান ইত্যাদি। এগুলো নামে কোনো মানুষকে ডাকা জায়েয নয়। এমন নামগুলোর ক্ষেত্রে আব্দুর রহমান, আব্দুল আহাদের পরিবর্তে শুধু রহমান, আহাদ বলে ডাকা হারাম। আর কিছু নাম রয়েছে যা আল্লাহর সাথে খাছ নয়। যেমন- সামী, কারীম, হাকীম, রাশীদ ইত্যাদি। এই নামগুলোর ক্ষেত্রে আব্দুল কারীম বা আব্দুল হাকীম এর পরিবর্তে কারীম বা হাকীম বলা যেতে পারে। যদি তা দ্বারা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়; আল্লাহর নাম বা তাঁর ছিফাত উদ্দেশ্য করা না হয়। আল্লাহ তাআলা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যাপারে রহীম, রঊফ শব্দ ব্যবহার করেছেন (আত-তওবা, ৯/১২৮)। মুবীন অর্থ স্পষ্টকারী, প্রকাশকারী, ব্যাখাকারী; যা আল্লাহর সাথে খাছ নাম নয়। সুতরাং শুধু ব্যক্তিকে উদ্দেশ্য করে মুবীন নামে ডাকা যেতে পারে।

প্রশ্নকারী :  আব্দুল মুবীন

রংপুর।


Magazine