কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : জানাযার ছালাতে রাফঊল ইয়াদাইন করা কি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত?

উত্তর : জানাযার ছালাতে প্রথম তাকবীরের সময়ে রাফঊল ইয়াদাইন করার বিষয়টি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাযার ছালাতে আল্লাহু আকবার বললেন এবং প্রথম তাকবীরের সময় রাফঊল ইয়াদাইন করলেন। তারপর ডান হাতকে তিনি বাম হাতের উপর রাখলেন (তিরমিযী, হা/১০৭৭; দারাকুৎনী, ২/৭৫; বায়হাক্বী, ৪/৩৮)। আর অন্য তাকবীরগুলোর সময় রাফঊল ইয়াদাইন করার বিষয়টি অন্যান্য ছাহাবীগণ থেকে প্রমাণিত। যেমন ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা সহ আরো অনেক ছাহাবী থেকে প্রমাণিত যে, জানাযার ছালাতের প্রতি তাকবীরেই তারা রাফঊল ইয়াদাইন করতেন (ইবনু আবী শায়বাহ, ৩/২৯৬; মুছান্নাফ আব্দুর রযযাক, ৩/৪৭০)।

প্রশ্নকারী : আহমাদুল্লাহ

মাহমূদপুর, সাতক্ষীরা।


Magazine