কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : ৮০০০০/- টাকা মোহরানা দিবো বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিন্তু পাঁচ বছর অতিক্রম হওয়ার পরেও তা পরিশোধ করতে পারছি না। এখন করণীয় কী?

উত্তর : বিবাহের ক্ষেত্রে মোহরানা অপরিহার্য শর্ত। বরের সাধ্য অনুযায়ী মোহরানা ধার্য করা উচিত। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহরানা খুশীমনে দিয়ে দাও’ (নিসা, ৪)। সেটা প্রথমেই পরিশোধ করা কর্তব্য। লোক দেখানোর উদ্দেশ্যে অধিক পরিমাণ মোহরানা ধার্য করা এবং পরে স্ত্রীর কাছে মাফ চাওয়া ধোঁকার শামিল। এছাড়া যারা মোহরানা আদায় করে না, তারা দুনিয়া ও আখেরাতে তাদের স্ত্রীদের নিকট দায়বদ্ধ থাকবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘বিবাহের সবচেয়ে বড় শর্ত হ’ল মোহর’ (ছহীহ বুখারী, হা/২৭২১, ৫১৫১; ছহীহ মুসলিম, হা/১৪১৮; মিশকাত, হা/৩১৪৩)। তবে মোহর বাকী রেখেও বিবাহ জায়েয আছে। কিন্ত অবশ্যই তা পরিশোধ করতে হবে। পরিশোধ করার মানসিকতা থাকলে আল্লাহ তা‘আলা তা সহজ করে দিবেন। (ছহীহ বুখারী, হা/২৩৮৭; মিশকাত, হা/২৯১০)। মহান আল্লাহ বলেন, ‘যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজগুলোকে সহজ করে দেন’ (সূরা ত্বালাক, ৪)। কাজেই এখনও পরিশোধ করার যথেষ্ট সময় আছে। ধীরে ধীরে পরিশোধ করতে হবে। নিতান্তই সম্ভব না হলে স্ত্রীর পক্ষ থেকে ছাড় থাকা ভাল।

প্রশ্নকারী : আতাউর রহমান

মহাদেবপুর, নওগাঁ।


Magazine