উত্তর : এভাবে কন্যা ও স্ত্রীকে সম্পদ লিখে দিয়ে চরম অন্যায় করেছে। যার ফলাফল অত্যন্ত ভয়াবহ। সুতরাং সম্ভব হলে এ দলীল বাতিল করে অংশীদারদের হক্ব তাদের দিয়ে দিতে হবে। সম্পদটি এভাবে বণ্টন হবে। তার সমুদয় সম্পত্তিকে ১০০% ধরে কন্যাকে দিতে হবে অর্ধাংশ তথা ৫০% এবং স্ত্রীকে দিতে হবে এক অষ্টমাংশ তথা ১২.৫%। বাকি ৩৭.৫% পাবে বাবা/দাদা, চাচা/চাচার ছেলে, ভাই/ভাতিজারা।
-তরিকুল হাসান
পাকুড়িয়া, রাজবাড়ী।