কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): হাদীছে এসেছে, ‘তোমরাকায়লুলা করো, কারণ শয়তান কায়লুলা করে না’। এখন প্রশ্ন হলো, এই সময়টা কখন?

উত্তর: রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা কায়লুলা করো, কারণ শয়তান কায়লুলা করে না’ (সিলসিলা ছহীহা, হা/১৬৪৭; ছহীহুল জামে, হা/৪৪৩১)। কায়লুলা হলো দিনের মধ্যভাগে সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার পরে বিশ্রাম করা। সাহল রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে জুমআর ছালাত আদায় করতাম। অতঃপর কায়লুলা করতাম (ছহীহ বুখারী, হা/৯৪১)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের কাছে আসতেন এবং কায়লুলা করতেন (ছহীহ মুসলিম, হা/২৩৩২)।

প্রশ্নকারী : মণি

ঢাকা।


Magazine