কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : যদি মুসাফির ব্যক্তি জামাআতে স্থানীয় ইমামের সাথে চার রাকআত বিশিষ্ট ছালাত এর এক রাকআত পায়, তাহলে ইমাম সালাম ফেরানোর পর সে কি আর এক রাকআত ছালাত আদায় করবে নাকি আরও তিন রাকআত ছালাত আদায় করবে?

উত্তর : এক্ষেত্রে ইমাম সালাম ফিরানোর পরে ‍মুসাফির ব্যক্তি তিন রাকাআত ছালাত আদায় করবে। কেননা মুকীম ইমামের পিছনে ছালাত আদায় করলে তাকে পুরো ছালাতই আদায় করতে হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ‘ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৩৭৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন ছালাতের ইকামত দেওয়া হয়, তখন ছালাতের দিকে চলে আসবে, তোমাদের উচিত স্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করা। তাড়াহুড়া করবে না। ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে আর যা ছুটে যায় তা পূর্ণ করবে’ (ছহীহুল বুখারী, হা/৬৩৬)। যেহেতু এক্ষেত্রে ইমামের সাথে ছালাত আদায়ে তিন রাকআত ছুটে গেছে, তাই মুসাফির ব্যক্তি ইমামের সালামের ফিরানোর পরে তিন রাকআতই আদায় করবে’ (লিকাউল বাবিল মাফতূহ, ইবনু উছাইমীন, ১১৪/২৬)।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine