উত্তর: সিজদা ও শেষ বৈঠক উভয় জায়গাতেই ইসমে আজম পড়া যাবে। কেননা শেষ বৈঠকে কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত যেকোনো দুআ পাঠ করা যায়। শেষ বৈঠকে দুআ পাঠ করার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الثَّنَاءِ مَا شَاءَ ‘অর্থাৎ (তাশাহহুদের পর) হামদ সানাসহ যা ইচ্ছা পড়তে পারবে’ (ছহীহ বুখারী, হা/৬৩২৮; ছহীহ মুসলিম, হা/৯২৪; মিশকাত, হা/৯০৯)। ইসমে আযম পাঠ করলে দুআ কবুল হয়। সুতরাং শেষ বৈঠক যেহেতু দু‘আর স্থান তাই তাশাহহুদের পর দরূদ তারপর ইসমে আযম পড়ে আল্লাহর নিকট দুআ করা যায়।