কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : জনৈক আলেম বলেছেন, কোনো ব্যক্তি মদীনায় মৃত্যুবরণ করলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। এই বক্তব্য কি সঠিক?

উত্তর : হ্যাঁ, উক্ত বক্তব্য ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ মদীনাতে মৃত্যুবরণ করতে সক্ষম হলে সে যেন সেখানেই মৃত্যুবরণ করে। কারণ যে ব্যক্তি সেখানে মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব’ (তিরমিযী, হা/৩৯১৭; ইবনু মাজাহ, হা/৩১১২)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক। 



Magazine