কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নেতারা জুমআর দিনে বা অন্য যেকোনো সময় বিভিন্ন মসজিদ-মাদ্রাসাগুলোতে গিয়ে তাদের নির্বাচনী প্রচারণা করে থাকেন। এভাবে প্রচারণা করা যাবে কি? ইসলামী শরীআতে এই কর্মকাণ্ডের বিধান কী?

উত্তর: প্রচলিত নির্বাচন পদ্ধতি মুসলিম উম্মাহর মাঝে বিভক্তি তৈরি করার লক্ষ্যে ইয়াহূদী-খ্রিষ্টানরা মুসলিমদের মাঝে জিইয়ে রেখেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না’ (আলে ইমরান, ৩/১০৩)। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের জনগণের কাছে যাওয়া ও ভোট চাওয়া নেতৃত্ব চেয়ে নেওয়ার অন্তর্ভুক্ত, যা ইসলামী শরীআতে নিন্দনীয়, ঘৃণিত ও নিষিদ্ধ। আব্দুর রহমান ইবনু সামুরা রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, ‘হে আব্দুর রহমান ইবনু সামুরা! তুমি কখনো নেতৃত্ব (শাসন বা দায়িত্ব) চেয়ো না। কেননা যদি তুমি তা চাও এবং তা তোমাকে দেওয়া হয়, তবে তুমি (তোমার নিজের সামর্থ্যের উপর) নির্ভরশীল হয়ে পড়বে। আর যদি তুমি তা না চাও, অথচ তোমাকে দায়িত্ব দেওয়া হয়; তবে তোমাকে (আল্লাহর পক্ষ থেকে) সাহায্য করা হবে’ (ছহীহ বুখারী, হা/৭১৪৬; ছহীহ মুসলিম, হা/১৬৫২)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা (মানুষ) নেতৃত্ব ও ক্ষমতার জন্য লালায়িত হবে, কিন্তু (জেনে রাখো) এটি কিয়ামতের দিনে অনুতাপের কারণ হবে। নেতৃত্ব শুরুতে দুধপান করানোর মতো সুখকর, কিন্তু শেষ পরিণামে দুধ ছাড়ানোর মতোই তিক্ত ও কষ্টদায়ক’ (ছহীহ বুখারী, হা/৭১৪৮)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমরা কখনোই আমাদের কোনো কাজ বা দায়িত্বে তাকে নিযুক্ত করব না, যে ব্যক্তি নিজে থেকে তা চায় (অর্থাৎ পদ বা দায়িত্বের জন্য আগ্রহ প্রকাশ করে)। (ছহীহ বুখারী, হা/২২৬১; ছহীহ মুসলিম, হা/১৭৩৩)।

প্রশ্নকারী : মোস্তফা মনোয়ার

হারাগাছ, রংপুর।

Magazine