উত্তর: পাড়া মহল্লার মাসজিদ সেখানকার লোকজনই তাদের সামর্থ অনুযায়ী নিজস্ব অর্থায়নে নির্মান করবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়া মহল্লাতে মাসজিদ নির্মানের আদেশ করেছেন (আবূ দাউদ, হা/৪৫৫, তিরমিযী, হা/৫৯৪)। আর যদি সামর্থ না হয়, তাহলে অন্য এলাকার লোকদের কাছে সাহায্য চাইবে। তবে রাস্তা বন্ধ করে গাড়ি দাড় করিয়ে একরকম জোরপূর্বক মানুষের কাছে টাকা চাওয়া অনুচিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের সত্তর অথবা ষাটের বেশী শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম (শাখা) ’লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা এবং সর্বনিম্ন (শাখা), রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস (পাথর কাঁটা ইত্যাদি) দূরীভূত করা। আর লজ্জা ঈমানের একটি শাখা (ছহীহ বুখারী, হা/৯, ছহীহ মুসলিম, হা/৩৫)।
প্রশ্নকারী : ফয়সাল
বারুইহাটী, বাঘমারা, রাজশাহী।