কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : যেকোনো আমল করলে রিয়া এসে পড়ে এক্ষেত্রে করণীয় কী? রিয়া থেকে মুক্তির জন্য কোনো আমল আছে কী?

উত্তর : রিয়া থেকে মুক্তির জন্য তাক্বওয়া অবলম্বন করতে হবে। সাথে সাথে আল্লাহর কাছে দু‘আ করতে হবে। যেমন,

اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنَ العَجْزِ والكَسَلِ والجُبْنِ والبُخْلِ والهَرَمِ والقَسْوَةِ والغَفْلَةِ والعَيْلَةِ والذِّلَّةِ والمَسْكَنَةِ وأعُوذُ بِكَ مِنَ الفَقْرِ والكُفْرِ والفُسُوقِ والشِّقاقِ والنِّفاقِ والسُّمْعَةِ والرِّياءِ وأعُوذُ بِكَ مِنَ الصَّمَمِ والبَكَمِ والجُنُونِ والجُذامِ والبَرَضِ وَسَيِّىءِ الأَسْقامِ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল আজযে ওয়াল কাসালে ওয়াল জুবনে ওয়াল বুখলে ওয়াল হারামে ওয়াল ক্বাসওয়াতে ওয়াল গাফলাতে ওয়াল আইলাতে ওয়ায যিল্লাতে ওয়াল মাসকানাতে। ওয়া আঊযুবিকা মিনাল ফাক্বরে ওয়াল কুফরে ওয়াল ফুসুক্বে ওয়াশ শিক্বাক্বে ওয়ান নিফাক্বে ওয়াস সুমআতে ওয়ার রিয়ায়ে। ওয়া আঊযুবিকা মিনাছ ছমামে ওয়াল বাকামে ওয়াল জুনূনে ওয়াল জুযামে ওয়াল বারাছে ওয়া সায়্যিয়িল আসক্বামে

অর্থ : হে আল্লাহ, আমি তোমার কাছে অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য, নিষ্ঠুরতা, অবহেলা, দারিদ্র্য, অপমান এবং হতাশা থেকে আশ্রয় চাচ্ছি। আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি দারিদ্র্য, অবিশ্বাস, অনৈতিকতা, কলহ, কপটতা, খ্যাতি এবং রিয়া বা লৌকিকতা হতে। আমি তোমার কাছে আরো আশ্রয় চাচ্ছি বধির, বোবা, উন্মাদ, কুষ্ঠ এবং দুরারোগ্য ব্যাধি হতে (যেগুলোর নাম জানি না) (ছহীহ ইবনু হিব্বান, হা/১০২৩)।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا.

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল আজযি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযা-বিল ক্ববরিআল্ল-হুম্মা আ-তি নাফসী তাক্বওয়া-হা ওয়াযাককিহা- আনতা খইরু মান যাককা-হা আনতা ওয়ালী ইউহা-ওয়া মাওলা-হা-আল্লা-হুম্মা ইন্নী আঊযুবিকা মিন ইলমিন লা- ইয়ানফাউ ওয়ামিন ক্বলবিন লা- ইয়াখশাউ ওয়ামিন নাফসিন লা- তাশবাউ ওয়ামিন দাওয়াতিন লা- ইউসতাজা-বু লাহা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই অপারগতা, অলসতা, ভীরুতা, বখিলতা, বার্ধক্যতা এবং কবরের শাস্তি থেকে। হে আল্লাহ! আপনি আমার অন্তরে পরহেযগারিতা দান করুন এবং একে সংশোধন করে দিন। আপনি একমাত্র সর্বোত্তম সংশোধনকারী এবং আপনিই একমাত্র তার মালিক ও আশ্রয়স্থল। হে আল্লাহ! আমি তোমার নিকট পানাহ চাই এমন ইলম হতে যা কোনো উপকারে আসবে না ও এমন অন্তঃকরণ থেকে যা আল্লাহর ভয়ে ভীত হয় না; এমন আত্মা থেকে যা কখনো তৃপ্ত হয় না। আর এমন দু‘আ থেকে যা কবুল হয় না (ছহীহ বুখারী, হা/২৭২২)।

-সাকিবুল ইসলাম

গাবতলী, বগুড়া।

Magazine