কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : রামাযান মাসে আমার হায়েয চলার কারণে আমি কয়েকটি ছিয়াম পালন করতে পারিনি। আমার প্রশ্ন হলো, শাওয়াল মাসের ছয়টি ছিয়াম পালন করার সময় যদি আমি রামাযানের ক্বাযা করার নিয়াত করি তবে কি সেই ক্বাযা আদায় হবে?

উত্তর : রামাযানের ক্বাযা আদায়ের নিয়্যতে শাওয়ালের ছয়টি ছিয়াম পালন করা শরীয়তসম্মত নয়। কেননা রামাযানের ছিয়াম এবং শাওয়ালের ছিয়াম দুটি পৃথক পৃথক ইবাদত যেগুলো সত্ত্বাগতভাবেই উদ্দেশ্য। সুতরাং দুটিকে একত্রিত করা ছহীহ নয় (ফাতাওয়া শাবাকাতুল ইসলামিয়্যা, ৭/১১৮৩)। রামাযানের ক্বাযার নিয়্যতে শাওয়ালের ছয়টি ছিয়াম পালন করলে তাতে শাওয়ালের ছয়টি ছিয়ামের নেকি অর্জিত হবে না। বরং তাতে পৃথকভাবে নিয়্যত করে অন্য দিনে ছিয়াম পালন করবে।

প্রশ্নকারী  :  নাম প্রকাশে অনিচ্ছুক

………।


Magazine