কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : আমি একজন প্রবাসী। আমার কাজ খুব কঠিন হওয়ার জন্য অনেক সময় ছিয়াম থাকতে পারি না। যদি আমি দেশে ৩০ জন ছিয়াম পালনকারীকে ইফতার করাই তাহলে কি আমার ছিয়ামের নেকি হবে ?

উত্তরকাজ কষ্টকর হওয়ার জন্য রামাযানের ছিয়াম ভঙ্গ করা জায়েয নয়। কেননা, রামাযানের ছিয়াম হলো ইসলামের রুকনগুলোর অন্যতম। প্রত্যেক মুকাল্লাফ ব্যক্তির জন্য এই মাসে ছিয়াম পালন করা ফরয (আলা-বাকারা, ২/১৮৩)। শারঈ কোনো ওযর ছাড়া এই মাসে ছিয়াম ভঙ্গ করা জায়েয নয় (আল-বাকারা, ২/১৮৪)। কিন্তু কাজ কষ্টকর হওয়ার জন্য ছিয়াম ভঙ্গ করা শারঈ কোনো ওযর নয়। তাই এই কারণে ছিয়াম ভঙ্গ করা জায়েয হবে না; বরং এক্ষেত্রে উচিত হবে, ছিয়াম অবস্থাতে এমন কষ্টকর কাজ না করা। কিন্তু যদি এটি সম্ভব না হয়, তাহলে আখেরাতের প্রতিদানকে প্রাধান্য দিয়ে ছিয়াম পালন করবে এবং আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ বলেন, আর যে কেউ আল্লাহর তাক্বওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য (উত্তরণের) পথ করে দেবেন এবং তিনি তাকে তার ধারণাতীত উৎস হতে রিযিক্ব দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট (আত-ত্বালাক্ব, ৬৫/২-৩)।

প্রশ্নকারী :  নাঈম ইসলাম

কুয়েলালামপুর, মালয়েশিয়া।


Magazine