কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): ছালাতের ওসীলা বা কোনো একজন ব্যক্তির ওসীলা করে কি আল্লাহর কাছে দু‘আ করা যাবে?

উত্তর: কোনো নেক কাজের ওসীলা দিয়ে দু‘আ করা যায়। যেমন ছালাত, ছিয়াম বা ভালো কোনো কাজ। তিন ব্যক্তি যখন গুহায় আটকা পড়েছিল, তখন তারা একে অপরকে বলল, নিজেদের কিছু সৎকাজের কথা চিন্তা করো, যা তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছ এবং তার ওসীলা করে আল্লাহর নিকট দু‘আ করো। তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন (ছহীহ বুখারী, হা/২৩৩৩)। কোনো মৃত ব্যক্তির ওসীলা করে দু‘আ করা যাবে না। তবে জীবিত ব্যক্তির মাধ্যম দিয়ে দু‘আ করা যায়। উমার ইবনুল খাত্তাব রযিয়াল্লাহু আনহু অনাবৃষ্টির সময় আব্বাস ইবনু আবদুল মুত্তালিব রযিয়াল্লাহু আনহু-এর মাধ্যম দিয়ে বৃষ্টির জন্য দু‘আ করতেন এবং বলতেন, হে আল্লাহ! (আগে) আমরা আমাদের নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওসীলা দিয়ে দু‘আ করতাম এবং আপনি বৃষ্টি দান করতেন। এখন আমরা আমাদের নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচার ওসীলা দিয়ে দু‘আ করছি, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। বর্ণনাকারী বলেন, তখন বৃষ্টি বর্ষিত হতো (ছহীহ বুখারী, হা/১০১০)। উমার রযিয়াল্লাহু আনহু-এর আহ্বানে আব্বাস রযিয়াল্লাহু আনহু দু‘আ করেন।

প্রশ্নকারী :  মো. জাবেদ ইসলাম

গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

Magazine