কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : গ্রামাঞ্চলের অনেক জায়গাতে পানি জমে থাকে। সেখানে বিভিন্ন ধরনের মাছ থাকে। কিন্তু সাধারণত এই মাছগুলো জমির মালিক ছাড়ে না। কেউ যদি এই মাছগুলো ধরে, তাহলে তা বৈধ হবে?

উত্তর : মালিকের অনুমতি ছাড়া এই মাছ ধরা যাবে না। কেননা তার মালিকানাধীন জমির মধ্যে যা থাকবে, সেগুলোরও সে মালিক। আর কারো মালিকাধীন কোনো কিছু তার অনুমতি ছাড়া নেওয়া বৈধ নয়। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করো না, কিন্তু তোমরা পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ এবং নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু’ (আন-নিসা, ৪/২৯)। মালিক যদি অনুমতি দেয়, তাহলে সেই মাছ ধরাতে শরীআতে কোনো বাধা নেই (মুসনাদে আহমাদ, হা/১১০৪৫)।

প্রশ্নকারী : সোহেল রানা

বগুড়া।


Magazine