কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : যে ব্যক্তি মুতআ বিবাহকে হালাল মনে করবে, সে মুসলিম থাকবে, নাকি সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে?

উত্তর:  যে ব্যক্তি মুতআ বিবাহকে হালাল মনে করবে, সে মুসলিম থাকবে, নাকি সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে?-শামীম রেজাচাঁপাই নবাবগঞ্জ।উত্তর : মুতআ বিবাহ হলো একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে বিবাহ করা। ইসলামের প্রথম যুগে এই বিবাহ বৈধ ছিল। কিন্তু পরবর্তীতে এটিকে হারাম করে দেওয়া হয়েছে (ছহীহ বুখারী, হা/৩৯৭৯; ছহীহ মুসলিম, হা/১৪০৬, ১৪০৭)। কোনো ব্যক্তি যদি মুতআ বিবাহকে হালাল মনে করে, তাহলে তাকে জানাতে হবে যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এটিকে হারাম করেছেন, তারপরও সে যদি কোনো সন্দেহের কারণে বা ব্যাখ্যা করে এটিকে জায়েয মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে (আল-মুগনী, ৯/৫৭)।


 প্রশ্নকারী : শামীম রেজা

চাঁপাই নবাবগঞ্জ। 

Magazine