কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): আমি পতিতালয়ে গিয়ে টাকার বিনিময়ে এক হিন্দু মহিলার সাথে সহবাস করি। সহবাসের কারণে হিন্দু মহিলাটি যদি গর্ভবতী হয় আর এই সন্তান যদি বড় হয়ে হিন্দু হয়। সন্তানটি হিন্দু হওয়ার কারণে কি আখিরাতে আল্লাহ আমাকে ধরবেন? আমার সাথে ওই হিন্দু মহিলার কোনো যোগাযোগ নেই। এখন আমি কী করব? আমি জাহান্নামে যেতে চাই না।

উত্তর: ব্যভিচার একটি জঘন্য ও ভয়াবহ পাপ। আল্লাহ তাআলা এর নিকটবর্তী হতেও নিষেধ করেছেন (আল-ইসরা, ১৭/৩২)। অবিবাহিত ব্যভিচারীকে একশ বেত্রঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে (আন-নূর, ২৪/২), আর বিবাহিত ব্যভিচারীকে পাথর মেরে হত্যা করার নির্দেশ করা হয়েছে (ছহীহ মুসলিম, হা/১৬৯০)। কিন্তু তারপরেও কেউ যদি ব্যভিচার করার পরে খালেছ অন্তরে তাওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু (আয-যুমার, ৩৯/৫৩)। আর ব্যভিচারের মাধ্যমে যেই সন্তান জন্মগ্রহণ করবে তাকে তার মায়ের দিকে সম্পৃক্ত করা হবে, বাবার দিকে নয় (আল-মুগনী, ৯/১২২)। এক্ষেত্রে ব্যভিচারী ব্যক্তি যদি খালেছ অন্তরে তাওবা করে, আর মহান আল্লাহ তার তাওবা কবুল করেন সেক্ষেত্রে সেই ব্যভিচারের মাধ্যমে জন্ম নেওয়া সন্তান যদি হিন্দু হয়ে যায়, তাহলে তার পাপের ভার এই ব্যক্তির ওপর বর্তাবে না ইনশাআল্লাহ।

প্রশ্নকারী : রুবেল খান

ধানমন্ডি, ঢাকা।


Magazine