কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : সূদী কারবারে জড়িত ব্যক্তি কুরবানী করলে তার দেওয়া গোশত খাওয়া যাবে কি?

উত্তর : সূদী কারবারে জড়িত ব্যক্তির অর্থায়ন হারাম। সুতরাং তার ক্রয়কৃত পশুর গোশতও হারাম। অতএব, তার দেওয়া কুরবানীর গোশত খাওয়া বৈধ হবে না। কেননা আল্লাহ তা‘আলা সূদকে হারাম করেছেন (বাক্বারাহ, ২৭৫)। তিনি আরো বলেন, ‘হে ঈমানদারগণ! আমি তোমাদেরকে যা জীবিকা স্বরূপ দান করেছি সেই পবিত্র বস্ত্তসমূহ ভক্ষণ কর’ (বাক্বারাহ, ১৭২)। তবে তার যদি অন্য কোন বৈধ উপার্জনের পথ বা ব্যবসা থাকে এবং সেই উপার্জিত টাকা দিয়ে কুরবানী করে তাহলে সেটি খাওয়া যাবে (বাক্বারাহ, ১৭২)।

প্রশ্নকারী : এরশাদ আলী

হাতিবান্দা, লালমনিরহাট।


Magazine