উত্তর: না, কাবীরা গুনাহগার হবে না। কেননা এটি ফরয ইবাদত নয়, যা ছেড়ে দিলে শাস্তি দেওয়া হবে। জনৈক ছাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দিন-রাতে পাঁচ ওয়াক্ত ছালাত’। সে বলল, আমার উপর এ ছাড়া আরো ছালাত আছে? তিনি বললেন, ‘না, তবে নফল আদায় করতে পার’ (ছহীহ বুখারী, হা/৪৬)। তবে বিতর গুরুত্বপূর্ণ সুন্নাত। তাই অকারণে বিতর ছালাত ছেড়ে দেওয়া উচিত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বা সফরে কোনো অবস্থায় বিতর ও ফজরের দুই রাকআত সুন্নাত পরিত্যাগ করতেন না (যাদুল মাআদ, ১/৬০০)।
প্রশ্নকারী : মুহাম্মদ মাইনুল ইসলাম গাজী
চট্রগ্রাম।