কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : জনৈক ব্যক্তির পিতার সূদী ব্যাংকে ৩৯ লাখ টাকার সঞ্চয়পত্র আছে। পিতার মৃত্যুর পর তার সন্তান এই টাকার মালিক হবে। পিতার মৃত্যুর পর এই টাকা সন্তানের জন্য শরীআতের দৃষ্টিতে ভোগ করা জায়েয হবে কি?

উত্তরজী, তার পিতার অর্জিত যে পরিমাণ টাকা ব্যাংকে সঞ্চয় রয়েছে; সে তার মৃত্যুর পর ওয়ারিছ সূত্রে গ্রহণ করতে পারে। কারণ তা তার প্রাপ্য অধিকার। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুমিনদের অধিক নিকটবর্তী। সুতরাং কেউ মৃত্যুবরণ করার সময় পরিশোধ করার মতো কোন সম্পদ যদি সে না রেখে যায় তাহলে, তা পরিশোধের দায়িত্ব আমার উপর। আর যদি সম্পদ রেখে মৃত্যুবরণ করে তাহলে, সে সম্পদ তার ওয়ারিছদের জন্য (ছহীহ বুখারী, হা/৬৩৫০)। তবে তার পিতার সঞ্চয়কৃত টাকার উপর যে পরিমাণ সূদ হিসেবে বর্ধিত হয়েছে তা গ্রহণ করতে পারবে না। কেননা তা স্পষ্ট হারাম। তাই সঞ্চয়িত টাকার অতিরিক্ত টাকা ছওয়াবের নিয়্যত ছাড়া ফক্বীর-মিসকীনকে দিয়ে দিবে অথবা জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিবে (মাজমু‘ ফাতাওয়া ইবনু বায, ১৯/২৬৮ পৃ.)।

প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ

হড়গ্ৰাম, রাজশাহী।

 

Magazine