কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : কোনোঘরে যদি গরু, ছাগল, হাঁস, মুরগিইত্যাদির মল-মূত্র থাকে এবং তা দিনের বেলায় পরিষ্কার করা হলো কিন্তু ফজর ছালাতের সময় পরিষ্কার করা সম্ভব না হয়, তাহলে ঐ ঘরে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : এমতাবস্থায় ছালাত আদায় করা যাবে। কেননা গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি হালাল প্রাণী। আর যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, তার মল-মূত্র পবিত্র। যেমন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ছাগলের আবাসস্থলে ছালাত আদায়ের বৈধতা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, সেখানে ছালাত আদায় করো। কেননা সেটা বরকতময় প্রাণী বা বরকতময় স্থান’ (আবূ দাঊদ, হা/১৮৪, হাদীছ ছহীহ)। তাছাড়া খোদ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মসজিদ নির্মাণের পূর্বে ছাগলের আবাসস্থলে ছালাত আদায় করতেন (ছহীহ বুখারী, হা/২৩৪; ছহীহ মুসলিম, হা/৫২৪)। আর এ কথা সবার জানা যে, ছাগলের আবাসস্থলে সাধারণত মল-মূত্র থাকেই তবে সম্ভবপর পরিষ্কার করার চেষ্টা করতে হবে।

প্রশ্নকারী : মিম

নরসিংদী।


Magazine