উত্তর: তওবার শর্ত পাঁচটি- ১. তওবার দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করা (আত-তাহরীম, ৬৬/৮), ২. পাপ ছেড়ে দেওয়া ও তা ঘৃণা করা (ছহীহ বুখারী, হা/৬৯৪১), ৩. পাপের ব্যাপারে অনুশোচনা করা (আহমাদ, হা/৩৫৬৮), ৪. পরবর্তীতে সেই পাপ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা (আলে ইমরান, ৩/১৩৫), ৫. বান্দার হক্বের সাথে যুক্ত না হওয়া এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগে তওবা করা (আল-আনআম, ৬/১৫৮)।
প্রশ্নকারী : আলিফ বিন জাহাঙ্গির কবীর
সাঘাটা, গাইবান্ধা।