কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): অনেক মুছল্লী ফরয ছালাত দাঁড়িয়ে আদায় করলেও সুন্নাত ছালাত বসে আদায় করেন, বিশেষ করে এশার নফল ছালাত। শরীরে গুরুতর অসুস্থতা ছাড়া বসে এভাবে ছালাত পড়া কি শরীআতসম্মত?

উত্তর: দাঁড়াতে সক্ষম ব্যক্তির জন্য দাঁড়িয়ে ছালাত পড়া উচিত। তবে কোনো ওযর ছাড়াও সুন্নাত (নফল) ছালাত বসে আদায় করা যায়। কিন্তু তা ছওয়াবের দিক থেকে অর্ধেক হয়ে যায়।‏ ইমরান ইবনু হুসায়ন রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বসে ছালাত আদায়কারী ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, ‘যে ব্যক্তি দাঁড়িয়ে ছালাত আদায় করল, সে উত্তম আর যে ব্যক্তি বসে ছালাত আদায় করল, তার জন্য দাঁড়ানো ব্যক্তির অর্ধেক ছওয়াব আর যে শুয়ে ছালাত আদায় করল, তার জন্য বসে ছালাত আদায়কারীর অর্ধেক ছওয়াব (ছহীহ বুখারী, হা/১১১৫)।

প্রশ্নকারী : মিজানুর রহমান ভূইয়া

ময়মনসিংহ সেনানিবাস।


Magazine